সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ গুলি ছিনতাই: ৬ কারারক্ষী বদলি, ১ জন বরখাস্ত

সিলেট প্রতিনিধি: সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ কর্তব্যরত এক কারারক্ষীর গুলি ছিনতাইয়ের ঘটনায় কারা কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জন কারারক্ষীকে বাহির বিভাগের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে এবং একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাতের ডিউটির সময়। জানা যায়, কারারক্ষী নম্বর ২৩৫২৪ মেহেদী হাসান নিজের নামে ইস্যুকৃত গুলি সঙ্গে নিয়ে চা পান করার উদ্দেশ্যে কারাগারের বাহিরে যান। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার কাছ থেকে গুলি ছিনিয়ে নেয়।

কিছুক্ষণ পর ছিনতাইকারী দলটি আরপি গেটের সামনে কর্তব্যরত অন্য এক কারারক্ষীর দিকে সেই গুলিগুলো ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর মেহেদী হাসান ৯৯৯ নম্বরে ফোন করে পুরো বিষয়টি পুলিশকে জানান।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং শৃঙ্খলাভঙ্গের দায়ে ৬ জন কারারক্ষীকে বদলি ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়।
কারা কর্তৃপক্ষ জানায়, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button