‘আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব’: নাহিদ ইসলাম

বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। 

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো। তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।

তিনি বলেন, কোনো রকম ছলচাতুরীর মাধ্যমে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। নির্বাচনের বিরুদ্ধে নয় এনসিপি। ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে।

আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে, আওয়ামী লীগ আবার পুনবার্সন হবে না এর নিশ্চয়তা কী? ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button