হেফাজত আমিরের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা।

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। বৈঠকে তাদের মধ্যে চলমান দেশের রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে সরওয়ার আলমগীর সাংবাদিকদের বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমরা গিয়েছিলাম। হেফাজতের সঙ্গে জামায়াতের যে ঐক্য হওয়ার গুঞ্জন উঠেছে, সেটির কোনো সম্ভাবনা নেই বলে হেফাজত আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। বরং বিএনপির সঙ্গেই হেফাজতের জোট হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন, সেজন্য দোয়া করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আলোচনা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button