পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের ‘গালভরা গল্প’ হয়েছে: রিজভী

পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো উন্নয়নই করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি – আইইউটি’র রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আইইউটি’র রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান।
পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।




