‘পাহাড়ে ধর্ষণের অভিযোগ তুলে সহিংসতার পায়তারা করা হয়েছিলো’

পাহাড়ে ধর্ষণের অভিযোগ তুলে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করা হয়েছিলো তবে তা সফল হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামতও মেলেনি বলে জানান তিনি।

রোববার (৫ অক্টোবর) সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব বলেন।

ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির পায়তারা করেছিলো বলেও অভিযোগ করেন উপদেষ্টা জাহাঙ্গীর।

গত ২৩ সেপ্টেম্বর শারদীয়া দুর্গা উৎসবের আগে পার্বত্য অঞ্চলে কিশোরী ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন হয়। শুরু হয় অবরোধ।

এ অবস্থায় আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি।

এসময় অপর এক প্রশ্নের জবাবে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Related Articles

Back to top button