মানবিক কাজে মানুষকে উৎসাহ দিন: তারেক রহমান

বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, শুধু রাজনীতি করলেই মানুষের পাশে দাঁড়ানো যায় না। রাজনীতির বাইরেও মানুষের অনেক কিছু করার আছে।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী শাসনামলের বিভিন্ন সময় নিপীড়িত নির্যাতিত আর গুম খুনের শিকার পরিবারের পাশে দাঁড়াতে ঠিক এক বছর আগের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ করেছিল আমরা বিএনপি পরিবার নামের মানবিক এই সংগঠন।
প্রতিষ্ঠার শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় জাতীয়তাবাদী দলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করেছে সংগঠনটি। সবশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সামগ্রীসহ আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই স্মরণ করেন নেতারা।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুক্ত হয়ে সংগঠনটির সার্বিক পথচলার প্রশংসা করে আগামীর জন্য উৎসাহ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বলেন, শুধু রাজনীতি করলেই মানুষের কল্যাণ করা যায় না এর বাইরেও যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে উৎসাহ দেয়া উচিত।